নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক |

 dormer pothe shohid jahara amra sei se jati lyrics



ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি।

সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।

আমরা সেই সে জাতি।


পাপবিদুগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা

মরুর তপ্ত বক্ষ নিঙ্গাড়ি শীতল শান্তিধারা,

উচ্চ-নীচের ভেদ ভাঙ্গি দিল সবারে বক্ষ পাতি।

আমরা সেই সে জাতি। ২


কেবল মুসলমানের লাগিয়া আসেনি ক ইসলাম

সত্যে যে চায়, আল্লায় মানে, মুসলিম তারি নাম।

আমীর –ফকিরে ভেদ নাই সবে সব ভাই এক সাথী

আমরা সেই সে জাতি। ২


নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর- সম অধিকার

মানুষের গড়া প্রাচির ভাঙ্গিয়া করিয়াছি একাকার,

আঁধার রাতের বোরখা উতারি এনেছি আশার বাতি।

আমরা সেই সে জাতি। ২


কাজী নজরুল ইসলাম

Related Posts

" ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক | dormer pothe shohid jahara amra sei se jati lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad