নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি লিরিক |

je durdine nemeche badol tahar bjro shire dhori lyrics



যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি

ঝড়ের বন্ধু, আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙ্গা তরী। ২


মোদের পথের উঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো মেঘে,

মরু পথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁওয়া লেগে,

মোদের মন্ত্রে গোরস্থানে আঁধারে ওঠে গো প্রান জেগে,

দীপ-শলাকার মত মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চরি। ২


নব জীবনের ‘ফোরাত’-কুলে গো কাঁদে ‘কারবালা’ তৃষ্ণাতুর,

উর্ধ্বে শোষন- সূর্য, নিম্নে তপ্ত বালুকা ব্যথা-মরুর।

ঘিরিয়া ইউরোপ- এজিদের সেনা এপার ওপার নিকট, দূর,

এরি মাঝে মোরা ‘আব্বাস’ সম পানি আনি প্রানপন করি। ২


যখন জালিম ‘ফেরাউন’ চাহে ‘মুসা’ ও সত্যে মারিতে ভাই,

নীল দরিয়ার মোরা তরঙ্গ বন্যা আনিয়া তারে ডুবাই।

আজো নমরুদ ইসবরাহীমেরে মারিতে চাহিছে সর্বদাই,

আনন্দ- দূত মোরা সে আগুনে ফোটাই পুশপ- মঞ্জরী। ২


ভরসার গান শুনাই আমরা ভয়ের ভুতের এই দেশে,

জরা- জীর্ণের যৌবনে দিয়া সাজাই নবীন বর- বেশে।

মোদের আশার ঊষার রঙ্গে গো রাতের অশ্রু যায় ভেসে,

মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিশীথ- শর্বরী। ২


নতুন দিনের নব জাত্রিরা চলিবে বলিয়া এই পথে

বিছাইয়া যাই আমাদের প্রান, সুখ, দুখ, সব আজি হতে।

ভবিশ্যতের স্বাধীন- পতাকা উড়ীবে যেদিন জয় রথে

আমরা হাসিব দূর তারা- লোকে অগো তোমাদের সুখ স্মরি। ২


কাজী নজরুল ইসলাম

Related Posts

" যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি লিরিক | je durdine nemeche badol tahar bjro shire dhori lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad