মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক |
Mahe romjan elo bochor ghure lyrics
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
রহমতেরি বানী নিয়ে,
মাগফিরাতের পয়গাম নিয়ে । ২
এলো সবার মাঝে আবার ফিরে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
গুনা মাফের এইতো সুযোগ,
আল্লাহর প্রিয় হবার এইতো সুযোগ ।
এই সুযোগে নাওগো তুমি ।২
আল্লাহর রঙ্গে জীবন রঙ্গীন করে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
রহমতেরি বানী নিয়ে,
মাগফিরাতের পয়গাম নিয়ে । ২
এলো সবার মাঝে আবার ফিরে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
পাপি তাপি আয়রে ছুটে,
আল্লাহর রহম তোরা নেরে লুটে । ২
পাহাড় সমান গুনার বোঝা ।২
দেবেন রহিম সবি ক্ষমা করে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
রহমতেরি বানী নিয়ে,
মাগফিরাতের পয়গাম নিয়ে । ২
এলো সবার মাঝে আবার ফিরে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
গিতিকার ও সুরকার : মতিউর রহমান মল্লিক
" মাহে রমজান এলো বছর ঘুরে লিরিক | Mahe romjan elo bochor ghure lyrics"
একটি মন্তব্য পোস্ট করুন
সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....