নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে লিরিক |

 Nijhum rate dur akasher dike takiye lyrics



নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে

ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে?

মা বলল ধৈর্য ধর, যখন তুমি হবে বড়

জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে।


সেই ছেলেটির মন যে তবু ভরেনা

মায়ের কোন মানাই মনে ধরেনা।

আম খেয়ে সে ভাবতে থাকে

মিষ্টি ঢেলে দিয়েছে কে?

কার নামে বাসন্তি কোকিল কুহু ডাকে?


দিঘীর পাড়ে বসে ছেলে ভাবছে

শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে।

এমন সময় মামা এসে

বলল ভাগ্নে ভাবছ কি সে।

প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রেখে।


মামার কাছে ভাগ্নে সবই বলল

মামাও তার জবাব তুলে ধরল।

সব সৃষ্টির স্রষ্টা যিনি

আল্লাহ তালা মহান তিনি।

দুজন মিলে প্রভু প্রেমের

প্রীতি আঁকে। ২

Related Posts

"Nijhum rate dur akasher dike takiye lyrics নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে লিরিক "

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad