নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি লিরিক |

 jhinuker buke lukiye thake jemon moti lyrics



কালেমা শাহাদাতে আছে

কালেমা শাহাদাতে আছে আল্লার জ্যোতি।

ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি। ২


ঐ কালেমা জপে যে ঘুমের আগে,

ঐ কালেমা জপিয়া যে প্রভাতে জাগে,

দুখের সংসার সুখময় হয় তার-

মুসিবত আসে না কো, হয় না ক্ষতি। ২


হরদম জপে মনে কালেমা যে জন

খোদায়ী তত্ত্ব তার রহে না গোপন,

দীলের আয়না তার হয়ে যায় পাক সাফ

সদা আল্লাহর রাহে তার রহে মতি। ২


এসমে আজম হতে কদর ইহার,

পায় ঘরে বসে খোদা আর রাসুলের দিদার,

তাহার হৃদয়াকাশে সাত বেহেশত ভাসে

তার খোদার আরশে হয় আখেরে গতি। ২




কাজী নজরুল ইসলাম

Related Posts

" jhinuker buke lukiye thake jemon moti lyrics ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি লিরিক "

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad