নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক |

 Dhormer pothe shhid jara amra sei jati lyrics



ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি।

সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।

আমরা সেই সে জাতি। ২


পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা

মরুর তপ্ত বক্ষ নিঙ্গাড়ি শীতল শান্তিধারা,

উচ্চ- নীচের ভেদ ভাঙ্গি দিল সবারে বক্ষ পাতি।

আমরা সেই সে জাতি। ২


কেবল মুসলমানের লাগিয়া আসেনি ক ইসলাম

সত্যে যে চায়, আল্লায় মানে, মুসলিম তারি নাম।

আমির- ফকিরে ভেদ নাই সবে সব ভাই এক সাথী

আমরা সেই সে জাতি। ২


নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর- সম অধিকার

মানুষে গড়া প্রাচীর ভাঙ্গিয়া করিয়াছি একাকার,

আঁধার রাতের বোরখা উতারি এনেছি আশায় ভাতি।

আমরা সেই সে জাতি। ২




কাজী নজরুল ইসলাম

Related Posts

" Dhormer pothe shhid jara amra sei jati lyrics ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক "

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad