নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

- সর্বশ্রেষ্ঠ ধর্ম পাইছি - সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী পাইছি । - সৌভাগ্য প্রকাশের জন্য আর কি চাই ।

দোয়া ব্যাতিত কোন কিছুই ভাগ্য কে পরিবর্তন করতে পারে না। -হযরত মুহাম্মদ (সাঃ)

নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ

যখন বান্দা কোনো কিছু চাওয়ার জন্য দুই হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (তিরমিজি, ৩৫৫৬)।

- এমন চরিত্রের কাউকে বিশ্বাস করোনা। - যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনা। - হযরত উমার (রাঃ)

- একজন মুমিন-ই জানে। - মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের।

দৈনিক পাচঁ ওয়াক্ত। -নামাজ পড়া মানুষগুলোর উপর আল্লাহর রহমত থাকে।

হাসবুনাল্লাহু ওয়া নি' মাল ওয়াকিল। - আমার জন্য আমার আল্লাহ্'ই যথেষ্ট ।

- যদি মনে হয়, আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন । - তাহলে জেনে রাখো, তুমি যা চেয়েছিলে এর চেয়েও উত্তম কিছু তিনি দিবেন। - ইনশাআল্লাহ

- কোরআন বুঝে পড়লেও সওয়াব। - কোরআন না বুঝে পড়লেও সওয়াব। - কোরআন পড়া শুনলেও সওয়াব। - সুবাহানাল্লাহ

Related Posts

"ইসলামিক স্ট্যাটাস 3"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad