নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না, হযরত মুহাম্মদ (সঃ)

তুমি তোমার মা'কে খুশি রাখো। আল্লাহ তোমাকে খুশি রাখবেন। -হযরত মুহাম্মদ (সঃ)

পানি বসে খাওয়া সুন্নত । হযরত মুহাম্মদ (সা:)

ভয় পেও না আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। - আল-কুরআন।

ও- সর্বোত্তম জিকির হলো । - লা ইলাহা ইল্লাল্লাহ - সহিহ বুখারী [৩৩৮৩]

মিথ্যা হতে দূরে থাক কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয়। - হযরত মুহাম্মদ (সা:)

আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো। - দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর। পক্ষ হতে রহমত মনে হবে।

সুখী সেই তো যে পাঁচ ওয়াক্ত। নামাজে পরে আর । কোরআন তেলোয়াত করে।

- ফজরের নামাজ বিহীন। - একটি সকাল কখনোই শুভ হতে পারে না।

-ইসলাম একমাত্র ধর্ম। যেখানে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ্ মাফ। -সুবহানআল্লাহ

শেষ বিচারের দিন। আমাদের জন্য একমাত্র সুপারিশকারি। হযরত মোহাম্মদ (সাঃ)

যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন। তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)

Related Posts

"ইসলামিক স্ট্যাটাস 2"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad