এই সেই ঘর লিরিক |
Ei sei ghor lyrics
এই সেই ঘর
এই সেই খাট
বিছানার পাশে আছে পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই
শুধু মা নেই, শুধু মা নেই।
দরজাটা খুলতেই খেয়ে যাই ধোঁকা
মা বুঝি বলছেই এলি নাকি খোকা
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে
চোখ বেয়ে জল নেমে আসে
শুধু মা নেই, শুধু মা নেই।
জানি ফিরে পাব না হারানো তিথি
মা শুধু আজ তাই ফ্রেমে বাধা স্মৃতি
মায়ের ছবি ওই ফ্রেমে বাঁধানো
আমার দিকেই চেয়ে আছে
শুধু মা নেই, শুধু মা নেই
এই সেই ঘর
এই সেই খাট
বিছানার পাশে আছে পানের বাটা
চশমাটা পড়ে আছে পাশেই
শুধু মা নেই, শুধু মা নেই।
শাহাবুদ্দিন
" Ei sei ghor lyrics এই সেই ঘর লিরিক "
একটি মন্তব্য পোস্ট করুন
সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....