নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 যত দিন বাঁচবো তোমাকে ডাকবো লিরিক । joto din bachbo tomake dakbo lyrics


যত দিন বাঁচবো তোমাকে ডাকবো ।২

তোমার রাহে,

তোমারি দরবারে অশ্রু ঝরিয়ে আমি কাঁদবো ।

তোমার মোহাব্বত এই বুকে রাখবো,

হবো যে কবি আমি লিখে লিখে কাব্য ।২


হৃদয় জোরে ছন্ধ সুরে ।২

তোমারি গান আমি গাইবো ।


 


যত দিন বাঁচবো তোমাকে ডাকবো ।২

তোমার রাহে,

তোমারি দরবারে অশ্রু ঝরিয়ে আমি কাঁদবো ।

গভীর রাতে ঘুম ভেঙ্গে জাগবো

তোমার প্রমেতে আমি মগ্ন হয়ে থাকবো ।


 


তোমার নূরে পুড়ে পুড়ে অঙ্গার হয়ে আমি পুড়বো ।

যত দিন বাঁচবো তোমাকে ডাকবো ।২

তোমার রাহে,

তোমারি দরবারে অশ্রু ঝরিয়ে আমি কাঁদবো ।

Related Posts

" যত দিন বাঁচবো তোমাকে ডাকবো লিরিক । joto din bachbo tomake dakbo lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad