প্রিয় বাবা লিরিক । prio baba lyrics
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
তোমার দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২
তুমি আমার প্রথম গুরু তোমার কাছেই দীক্ষা শুরু ।
তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার ।
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
You can read also
- Allah amar provu lyrics আল্লাহ আমার প্রভু লিরিক
- Allahote jar purno eman lyrics আল্লাহতে যার পূর্ণ ঈমান লিরিক
- Dhormer pothe shhid jara amra sei jati lyrics ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক
- jhinuker buke lukiye thake jemon moti lyrics ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি লিরিক
- Nijhum rate dur akasher dike takiye lyrics নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে লিরিক
তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।
আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিলো বড়,
বলেছিলে জীবনটাকে ফুলের মত গড় । ২
বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানায় ।
এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার ।
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।
তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনিত
আরকটা দিন থেকে গেলে কি বা ক্ষতি হতো । ২
তোমার পরশ মিস করে যাই বাবা ।
তোমার মত আর কেহ নাই বাবা ।
তোমার পরশ মিস করে যাই
তোমার মত আর কেহ নাই ।
আমার মানষ পটে বাবা এক যে আলোর পাহাড় ।
তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার
তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২
Related Posts
- jhinuker buke lukiye thake jemon moti lyrics ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি লিরিক
- Mosjideri pashe amar kobor dio vai lyrics মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই লিরিক
- Prosongsa sobi kebol tomari lyrics প্রশংসা সবই কেবল তোমারি লিরিক
- আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও লিরিক | Akasher moto mor hridoy ta gore dao lyrics.
- Allahote jar purno eman lyrics আল্লাহতে যার পূর্ণ ঈমান লিরিক
- Nijhum rate dur akasher dike takiye lyrics নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে লিরিক
"প্রিয় বাবা লিরিক । prio baba lyrics"
একটি মন্তব্য পোস্ট করুন
সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....