নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 “আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহবা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী।”

— শাইখ হামজা ইউসুফ



“ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো। তাই আল্লাহ তাদের মা বানিয়েছেন।”

— শাইখ হামজা ইউসুফ



সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি হলো, “আমার তেমন কোন সময় নেই।”

প্রকৃত কথাটি যা হওয়া উচিত তা হলো, “আমি আমার সময়কে এতটা বুদ্ধির সাথে ব্যবহার করিনা যে সময় পাব।”

— শাইখ হামজা ইউসুফ



“আপনি যখন দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছেন, তখন সেই কাজটিও দরজা খুলে যাওয়ার একটি অংশ; আপনি যখন কোন যাত্রাপথে তখন রওয়ানা হওয়ার মাঝেই আপনার যাত্রা শুরু হয়ে গেছে, যদি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে না-ও পারেন তবু চিন্তিত হবেন না। সময় নষ্ট করা বন্ধ করুন, মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। এটাই ছিলো ইমাম গাজ্জালীর মূল বার্তা।”

— শাইখ হামজা ইউসুফ



“যাদের হৃদয় ভেঙ্গে যায় তাদের সাথে আল্লাহ থাকেন। আপনার হৃদয় ভেঙ্গে যাওয়া একটা ভালো ঘটনা, কেননা ভেঙ্গে যাওয়া হৃদয়টি তার মাঝে আল্লাহর আলো প্রবেশের পথ প্রশস্ত করে দেয়। দুনিয়া তো সাজানোই হয়েছে এমন করে যা আপনার হৃদয়কে ভাঙ্গবে, চুরমার করে দিবে।”

— শাইখ হামজা ইউসুফ



ভালোকাজের মেঘ থেকে বৃষ্টি ঝরে। যখন সময় হয় কেবল তখনই তার বর্ষণ হয়। আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন শুকনো মৃত মাটির উপরে; একদম সঠিক সময়েই। যখন পথ অবারিত হবার সময় হবে, তখনই সেই পথটি প্রশস্ত হবে। আল্লাহ তার সময় অনুযায়ীই সেই কাজটি করেন, আমাদের সময়ের হিসেবে নয়। আর এটা আমাদের ক্বাদরের ব্যাপারে সন্তুষ্ট থাকার একটি অংশ; যা হয়েছে তা আপনার জন্য নির্ধারিত ছিলো বলেই হয়েছে।

— শাইখ হামজা ইউসুফ



“নিজেকে জোর করে বিনয়ী করুন যতক্ষণ না পর্যন্ত তা আপনার সহজাত স্বভাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর আপনি অবচেতনভাবেই বিনয়ী হয়ে যাবেন।”

— শাইখ হামজা ইউসুফ



“আপনি যা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করেন তার সবকিছুই আল্লাহর কাছে আছে। সুতরাং, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলাকে পেয়ে থাকেন তাহলে আপনার আকাঙ্খিত সবকিছুই আপনার কাছে আছে। আপনি যদি আল্লাহকে না পেয়ে থাকেন, তাহলে আপনার আকাঙ্ক্ষার কোন কিছুই আপনাকে সুখী করতে পারবে না।”

— শাইখ হামজা ইউসুফ



“ইসলামের ব্যাপারে আমাদের সংশয় নেই, কিন্তু দাম্ভিকতা এড়ানোর জন্য আমাদের উচিত ইসলামকে আমরা কীভাবে বুঝি তা নিয়ে সংশয়ে থাকা।”

— শাইখ হামজা ইউসুফ



“আমি আগে ভাবতাম মুসলিম বিশ্বের সংকটটা আধ্যাত্মিক। মুসলিম বিশ্বের যে সংকট রয়েছে তা হলো জ্ঞানের, তা হলো বুদ্ধিমত্তার।”

— শাইখ হামজা ইউসুফ


Related Posts

" শাইখ হামজা ইউসুফ"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad