নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 “একজন বান্দার জ্ঞানের গভীরতা যত বেশি হয় আল্লাহভীতিও তত বেশি হয়, আখিরাতের প্রতি তার মনোযোগ যত বেশি হয় দুনিয়ার প্রতি অনাসক্তিও তত বেশি হয়।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)


“যখন পারস্পরিক গীবত চালু হয়ে যায়, তখন আল্লাহর জন্য ভ্রাতৃত্ব উধাও হয়ে যায়; সেই সময়ে তোমরা হয়ে যাবে সেই বস্তুগুলোর মতন যার বাইরে সোনা এবং রূপার আবরণ থাকলেও ভেতরে থাকে কাঠ, যার নিছক বাহিরটাই দেখতে ভালো।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)


“অল্প সংখ্যক মানুষ হেদায়াতের পথে চলে বলে সেই পথে চলার সময় একাকীত্ববোধ করবেন না, এবং বিপুল সংখ্যক ধ্বংসপ্রাপ্ত পথিকদের (পথভ্রষ্টতার পথে) দেখে বিভ্রান্ত হবেন না।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)



পাঁচটি বিষয় জীবনের প্রতিবন্ধকতার সাথে সম্পর্কিত:

১) হৃদয় কঠিন থাকা,

২) চোখ থেকে যখন অশ্রুপাত না হওয়া,

৩) হায়া (লজ্জাশীলতা) সীমিত পরিমাণ থাকা,

৪) জাগতিক জীবনের প্রতি আসক্তি,

৫) জীবনের দীর্ঘমেয়াদি আশা/আকাঙ্খা।

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)


“যে ব্যক্তি এমন একজন ভাইকে খুঁজে যে ত্রুটিমুক্ত হবে, সে কোনদিন কোন ভাইকে তার বন্ধু হিসেবে পাবে না।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)



“জীবনের যে সময়টুকু বাকী আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন, আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)



“উত্তম চরিত্রের মানুষ ছাড়া অন্যদের সাথে মেলামেশা করবেন না; কেননা যার চরিত্র উত্তম তিনি যা কিছু বয়ে আনেন তা শুধুই উত্তম, অন্যদিকে যার চরিত্র খারাপ সে যা বয়ে আনে তা শুধুই খারাপ।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)


Related Posts

"আল-ফুদাইল ইবন ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad