নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও..

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবনবীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও

তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও,,,

তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও,,

এ অছিলায় রহম ও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও

কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও

এ অছিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও

কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও

এ অছিলায় চিরসুখি জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

যতদিন এই জীবনবীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও





Related Posts

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad