নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 তুমি অনেক দিলে খোদা লিরিক 

 tumi onek dile khoda lyrics


তুমি অনেক দিলে খোদা,

দিলে অশেষ নেয়ামত।

আমি লোভী, তাইতো আমার

মিটেনা হসরতে। ২


কেবলই পাপ করি আমি,

মাফ করিতে তাই, হে স্বামী!

দয়া করে শ্রেষ্ঠ নবীর করিলে উম্মত।

তুমি নানান ছলে করছ পূরণ ক্ষতির খেসারত। ২


মায়ের বুকে স্তন্য দিলে, পিতার বুকে স্নেহ,

মাঠে শস্য- ফসল দিলে, আরাম লাগি গেহ।


কোরান দিলে পথ দেখাতে,

পাঁচ ওয়াক্ত নামাজ শেখাতে,

নামায দিয়ে দেখাইলে মসজিদেরই পথ।

তুমি কেয়ামতের শেষে দিবে বেহেশতী দৌলত। ২


কাজী নজরুল ইসলাম

Related Posts

" tumi onek dile khoda lyrics তুমি অনেক দিলে খোদা লিরিক "

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad