নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 নামাজকে বলোনা কাজ ‍আছে লিরিক | 

Namaj ke bolo na kaj ache lyrics



নামাজকে বলোনা কাজ ‍আছে,

কাজ কে বল আমার নামাজ আছে ।২

নামাজ বিহীন পরপারে,

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ।

নামাজকে বলোনা কাজ ‍আছে,

কাজ কে বল আমার নামাজ আছে ।


ফজর কাটে ঘুমের ঘড়ে, যোহর কাজে কাজে,

আসর কাটে খেলা ধুলায়, মাগরিব মাঝে মাঝে ।২

এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে ।

নামাজকে বলোনা কাজ ‍আছে,

কাজ কে বল আমার নামাজ আছে ।২

নামাজ বিহীন পরপারে,

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ।


প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়,

সময় গেলে পাবে না ফিরে,

মরন তোমায় লইবে ঘিরে ।২

যেনে রেখো মরন তোমার অতি কাছে,

নামাজ কে বলনা কাজ আছে ।

কাজকে বল আমার নামাজ আছে ।

নামাজ বিহীন পরপারে,

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ।

নামাজ কে বলনা কাজ আছে ।

কাজকে বল আমার নামাজ আছে ।২

Related Posts

" নামাজকে বলোনা কাজ ‍আছে লিরিক | Namaj ke bolo na kaj ache lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad