নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 তওফিক দাও খোদা লিরিক |

 taofik dao khoda lyrics


তওফিক দাও খোদা

মুসলিম জাহাঁ পুনঃ হক আবাদ।

দাও সেই হারানো সুলতানত,

দাও সেই বাহু, সেই দিল আযাদ। ২


দাও সেই হামজা সেই বীর অলীদ

দাও সেই ওমর হারুন আল রশিদ

দাও সেই সালাহউদ্দিন আবার

পাপ দুনিয়াতে চলুক জেহাদ। ২


দাও বে দেরেগ তেগ জুলফিকার

খয়রব জয়ীশেরে খেদার,

দাও সে খলিফা সে হাশমাত

দাও সে মদিনা সে বাগদাদ। ২


দাও সেই হামজা সেই বীর অলীদ

দাও সেই ওমর হারুন আল রশিদ

দাও সেই সালাহউদ্দিন আবার

পাপ দুনিয়াতে চলুক জেহাদ। ২


দাও সে রুমী সাদী হাফিজ

সেই জামী খৈয়াম সে তবরিজ;

দাও সে বাবর সেই শাহজাহান

সেই তাজমহলের স্বপ্ন সাধ। ২


দাও ভায়ে ভায়ে সেই মিলন

সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,

হোক বিশ্ব- মুসলিম এক জামাত

উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ। ২


কাজী নজরুল ইসলাম

Related Posts

" তওফিক দাও খোদা লিরিক | taofik dao khoda lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad