নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি ইলাহ্ লিরিক। 

La ilaha illalah khali malik tumi lyrics



আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ(২)


লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্ (৩)

জীবন তরী ডুবু ডুবু, দয়া কর তুমি

কবুল করো বান্দা তোমার অগো অন্তরজামি ।

আমার গলে পরাও তোমার প্রেমেরি মালা

লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)


তোমারি নাম জপছে ‍সদা তামাম আদম

ধরার বোকে ঝরছে সদা তোমারি রহম ।

সারা জাহানে চলছে তোমার কুদরতি খেলা ।

লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)


তুমি মাবুদ থাকলে রাজী চাইনা ধন-ধৌলত

আমার চোখে দাও ভাসিয়ে তোমারি কুদরত

আমি শুধু খোঁজি তোমার দয়ার উসিলা ।

লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)


পাপি তাপি কত বান্দায় করো মাগফেরাত

আমায় ক্ষমা করো তুমি দাওগো হে দয়া ।

গোলামিতে রেখো আমায় বেলা অবেলা

লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)


আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ(২)

Related Posts

" লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি ইলাহ্ লিরিক। La ilaha illalah khali malik tumi lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad