নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

Malik By Munaem Billah Lyrics | মালিক - মুনাইম বিল্লাহ লিরিক 






শিরোনাম: মালিক
কথাঃ শারমিন রিতু
সুর: মুনাইম বিল্লাহ


মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই।
করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়।
তুমি মাফ করো আমায়।

দুচোখ বুঝে পাইনা খুজে,
আমার নেক আমল।
পরপারের ভাবনা আমায়,
করছে  পাগল।
করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দ্বিধায়।
তুমি মাফ করো আমায়।

চলতে পথে পাপের মতে,
হয়েছি বিভোর
ছোটবড় হাজার গুনাহ,
জিন্দেগীর উপর।
কি যে হবে সেই জবাবে কঠিন কিয়ামায়।
তুমি মাফ করো আমায়।


গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Related Posts

"মালিক - মুনাইম বিল্লাহ লিরিক Malik By Munaem Billah Lyrics | bangla islamic song lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad