নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 নবী মোর পরশ মনি লিরিক ।

 Nabi mor porosh moni lyrics.



নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেইজন, সেইতো দোজাহানের ধনী।

সে নামে মধু মাখা, সে নামে যাদু রাখা;

সে নামে মজনু হইলো মাওলা আমার কাদের গনি। 


নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।

নবী মোর নূরে খোদা; তার তরে সকল পয়দা ।।

আদমের কলবেতে তারই নূরের রওশানী।। 


নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।

ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া

ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী।।

 

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।

চাঁদ সূর্য গ্রহ তারা, তারই নুরের ইশারা ।।।

নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী ।।

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি


নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।


Related Posts

" নবী মোর পরশ মনি লিরিক । Nabi mor porosh moni lyrics."

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad