নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

 পদ্মা মেঘনা যমুনার তীরে লিরিক।

 Padma meghna jomunar tire lyrics


পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে। ২

তেমনি আমিও হারিয়ে যাবো,২

আসবনা কভু ফিরে।....

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।।...

কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে,

মুখরিত ছিল এই অঙ্গন।

কালের আবর্তে ছিড়বেনা তো,

আমাদের প্রীতির এ বন্ধন।। ২

চিনবেনা তো কোনদিন দেখা হলে,

আসা যাওয়া পথের ধারে।...

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।...

ওই চাঁদ ওই তারা ওই আসমান

সবি রবে আগের মত।

থাকবনা আমি শুধু

ক্ষনিকের মিছে এ জীবন। ২

তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায়,

আমার এ হৃদয় জূড়ে।...

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে...

পদ্মা মেঘনা যমুনার তীরে;

কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে...

Related Posts

" পদ্মা মেঘনা যমুনার তীরে লিরিক। Padma meghna jomunar tire lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad