নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু লিরিক | 

Allahu Allahu tumi jalle jalalu lyrics



আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু

শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান

তুমি কাদের গফফার

তুমি জলিল জব্বার

অনন্ত অসীম তুমি রহিম রহমান।২


তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া

ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া

তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা

সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।২


যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া

ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া

দমে দমেতে হরদম সে যে পেল পরিত্রান।২


শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে

সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে

প্রানে ছিল যাহার ভয়

সেথায় পেল সে আশ্রয়

সেই দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।২

Related Posts

"আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু লিরিক | Allahu Allahu tumi jalle jalalu lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad