নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন লিরিক | 

Koto janajar porechi namaj diyechi koto dafon lyrics



 কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।২


কোথা যে আছে আমারও তৈরি সাধা কাফন ।


জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।


কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।


 


আমার তরী বাধা আছে কোন সে খেয়া ঘাটে,


কোন মসজিদে এলাম হবে শোয়াবে শেষ খাটে ।২


কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন ।


জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।


কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।


 


কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশের ঝাড়,


কোন সে মাটি কোন খানে ডাকেরে বারবার ।২


কোথায় যেন বর যাত্রী আছেরে চারজন ।


জানাজার পেড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।


কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।


 


কোথায় যে আছে আমারও তৈরি সাধা কাফন ।


জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।


কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।

Related Posts

"কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন লিরিক | Koto janajar porechi namaj diyechi koto dafon lyrics"

একটি মন্তব্য পোস্ট করুন

সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad