ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের,
যারা জীবন ভরে রাখছে রোজা নিত- উপবাসী
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের,
"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।"
একটি মন্তব্য পোস্ট করুন
সুন্দর স্বাবলম্বী ভাষায় কমেন্ট করার অনুরোধ রইলো.....