নিশ্চয়ই সকল আমাল (এর প্রতিদান) নির্ভর করে নিয়াতের উপর, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে। (১:১ বুখারিঃ তাওহীদ পাবলিকেশন)

নামাজ পড় রোজা রাখো কালেমা পড় ভাই

নামাজ পড়ো, রোজা রাখো,
কলমা পড় ভাই।
তোর আখেরের কাজ করে নে ।।
সময় যে আর নাই।

সম্বল যা আছে হাতে
ভবের তরে যা কাবা’তে ।।
যাকাত দিয়ে বিনিময়ে ।।
সাফায়াত যে পাই
কলমা পড় ভাই
নামাজ পড়ো, রোজা রাখো,
কলমা পড় ভাই।

ফজর তরক করে
করলি করজ হবে রে গুনা
আল্লাহ ও রাসুলের সাথে
হলো না তোর শোনা
পরানে রাখ কোরআন বেঁধে
নবীরে ডাক কেঁদে কেঁদে ।।

রাত্রি দিন তুই কর মোনাজাত ।।
আল্লাহ্ তোমায় চাই।
কলমা পড় ভাই।

নামাজ পড়ো, রোজা রাখো,
কলমা পড় ভাই।
তোর আখেরের কাজ করে নে ।।
সময় যে আর নাই।

সম্বল যা আছে হাতে
ভবের তরে যা কাবা’তে
যাকাত দিয়ে বিনিময়ে
সাফায়াত যে পাই
কলমা পড় ভাই
নামাজ পড়ো, রোজা রাখো,
কলমা পড় ভাই।


Related Posts

Iklan Atas Artikel

Middle Ad

Middle 2

Registered ad