১৬.৭.২০
Edit
সবার প্রিয় গজল (ইসলামিক গান)
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
ঝরণা ছুটে চলে এঁকেবেঁকে
পৃথিবীর পটে কত ছবি এঁকে
নদীর কলতানে
সাগরের গর্জনে
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
বাগানে ফুটে ফুল রাশি রাশি
রাতেরই তারা ভরা চাঁদের হাসি
গুণগুণ গানে ডেকে
মৌমাছি মধু চাকে
ফুলে ফুলে করে হল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
দখিনা বাতাস গায়ে পরশ বুলে
টানটানে পাল তুলে নৌকা চলে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাঁড় টেনে যায় মাঝি মাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
You can read also
- বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে
- ঘুম যদি না আসে গভীর রাতে । প্রভুর প্রেমে জাগো তাজবিহ্ হাতে..
- টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিকঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে...
- যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না
- মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লাম দা-ইমান আবদান Maula ya salli wasalim lyrics.